ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছাত্রশিবিরের সমাবেশে ‘আলু না গণভোট’ স্লোগান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ থেকে ‘আলু না গণভোট’ স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার ( ১২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই স্লোগান দেন তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।

মিছিল পরবর্তী সমাবেশের একপর্যায়ে বক্তারা বলেন, তারেক রহমান বলেছেন গণভোটের চাইতে নাকি আলুর দাম নির্ধারণ বেশি জরুরি। তার এই বক্তব্যের পর শিক্ষার্থীরা ‘আলু না গণভোট, গণভোট গণভোট’ স্লোগান দিতে থাকেন।

এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।

তিনি বলেন, আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে, সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।

তিনি আরও বলেন, হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র-জনতা।

এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব স্থান হলো- উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড।

DR/AHA
আরও পড়ুন