মদিনার উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত মসজিদ আল ফাশ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্মারক। ঐতিহাসিক সূত্রে জানা যায়, উহুদ যুদ্ধের সংকটময় সময়ে এখানে আশ্রয় নিয়ে নামাজ আদায় করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার সাহাবিরা।
উহুদ পাহাড়ের পাদদেশে শিব আল জাররার নামে একটি পাহাড়ি গিরিপথের প্রবেশমুখে অবস্থিত মসজিদ আল ফাশ। ইতিহাসে এটি উহুদ মসজিদ নামেও পরিচিত ছিল। ইসলামের প্রাথমিক যুগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই স্থানটি এখনো বহন করছে উহুদ যুদ্ধের স্মৃতি।
ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, উহুদ যুদ্ধ চলাকালে এক কঠিন মুহূর্তে মহানবী (সা.) ও তার সাহাবিরা এখানে আশ্রয় নেন। সেই সময় তারা এই স্থানেই নামাজ আদায় করেন। এই ঘটনার কারণেই জায়গাটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আধ্যাত্মিক গুরুত্ব লাভ করেছে।

মসজিদটির নাম আল ফাশ হওয়ার পেছনেও উহুদ যুদ্ধসংক্রান্ত ঘটনাবলি জড়িয়ে আছে বলে জানা যায়। পাহাড়ঘেরা এই নিরিবিলি স্থানটি তখন ছিল নিরাপদ আশ্রয়ের প্রতীক। এখানে নবীজি (সা.) ও সাহাবিরা সাময়িকভাবে অবস্থান করেছিলেন।
বর্তমানে মসজিদ আল ফাশ মদিনায় আগত দর্শনার্থী ও ইতিহাসপ্রেমী মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। উহুদ যুদ্ধের ঘটনাপ্রবাহ স্মরণ করতে এবং ইসলামের ইতিহাসের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করতে অনেকেই আসেন এখানে।
মসজিদ আল ফাশ শুধু একটি স্থাপনা নয়, বরং এটি ইসলামের ইতিহাসে ত্যাগ, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার এক জীবন্ত স্মারক। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

