ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে দোয়া পড়বেন কদরের রাতে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:২০ এএম

লাইলাতুল কদর শব্দের অর্থ ভাগ্যরজনী। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাতে মহান আল্লাহ পরবর্তী এক বছরের জন্য বান্দার ভাগ্য নির্ধারণ করেন।

পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি এটি (পবিত্র কুরআন) নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। 

এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত। (সুরা কদর, আয়াত: ১-৫)

আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আমি বললাম- ইয়া রাসুলাল্লাহ (সা.)! কোন রাতটি লাইলাতুল কদর, এ কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কি দোয়া করব? জবাবে নবীজি বলেন, তুমি বলবে- আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।

অর্থ: হে আল্লাহ! তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাই তুমি ভালোবাস। সুতরাং ক্ষমা করে দাও আমাকে। (মেশকাত, হাদিস: ২০৯১; তিরমিজি, হাদিস: ৩৫১৩)

রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর যেকোনো একটি রাতই মূলত শবে কদরের রাত। তবে বিভিন্ন হাদিস এবং আলেমদের মতে, রমজান মাসের ২৭ তারিখে শবে কদর; যা আসলে ২৬তম রোজার রাত।

SN/KK
আরও পড়ুন