ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ

আপডেট : ০১ জুন ২০২৫, ০৩:২৭ পিএম

হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক থার্মাল ক্যামেরা এবং অপটিক্যাল স্ক্যানিং ব্যবস্থা চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এমনটি জানিয়েছে মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ‘জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য প্রফেট’স মসজিদ’। 

পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণবিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালক হাসান বিন বারাকাত আল-সুওয়াইহরি বলেন,‘আল্লাহর ঘর এবং দয়াময়ের অতিথিদের সেবা নিশ্চিত করতে জেনারেল প্রেসিডেন্সি সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন করে চলেছে। এর অংশ হিসেবে অপটিক্যাল স্ক্যানিং ও জীবাণুনাশক ব্যবস্থাও চালু করা হয়েছে।’ 

পবিত্র হারাম শরীফে জীবাণুনাশক কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ১১টি জীবাণুনাশক রোবট, ২০টি বায়োকেয়ার ডিভাইস, যা শুষ্ক বাষ্প ব্যবহার করে জীবাণুনাশ করে, ২০টি কোল্ড মিস্ট ফিচারযুক্ত জীবাণুনাশক ডিভাইস, ৫৯৯টি জীবাণুনাশক পাম্প, যা মসজিদের মেঝে, ব্যারিকেড ও হ্যান্ডেলের মতো স্পর্শযোগ্য জায়গাগুলো জীবাণুমুক্ত করে এবং ৫০০টি ইলেকট্রনিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেনসার, যা মসজিদের সর্বত্র স্থাপন করা হয়েছে।

এসব ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন ২০ হাজার লিটার উচ্চমানের ও বিশেষভাবে নির্বাচিত জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে। মুসল্লিদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।

AHA
আরও পড়ুন