ঢাকা (২৮ জুলাই) ২০২৫ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে উন্মোচন করল বহুল প্রতীক্ষিত রেনো ১৪ সিরিজ ৫জি। রাজধানীর আলোকিকে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফর্ম করে জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। অনুষ্ঠানটি ছিল ডিসকভারির পার্টনারশিপে অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’-এর অংশ।
রেনো ১৪ সিরিজের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এআই লো লাইট ফটোগ্রাফি, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৪কে আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও সুপারভুক ফাস্ট চার্জিং।
বাংলাদেশে দুটি মডেল এসেছে:
রেনো ১৪ ৫জি (১২/২৫৬ জিবি): ৭৯,৯৯০ টাকা
রেনো ১৪এফ ৫জি (৮/২৫৬ জিবি): ৪২,৯৯০ টাকা
প্রি-অর্ডার ক্রেতাদের জন্য রয়েছে আড়ং ডিসকাউন্ট, আইওটি গিফট, ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ বোনাস ও ২ বছরের ওয়ারেন্টি।
কম আলোতে ছবি তুলতে বাজারে এলো নতুন ফোন