প্রতিবারের মতো এবারও অ্যাপল তাদের নির্ধারিত সময়সূচি মেনেই নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনছে। প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত মোবাইল ফোন iPhone 17 আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। একই সঙ্গে আসছে আরও তিনটি মডেল iPhone 17 Air, iPhone 17 Pro, এবং iPhone 17 Pro Max।
নতুন আইফোনগুলোর প্রি-অর্ডার শুরু হবে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) এবং বাজারে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই রিলিজ টাইমলাইন অ্যাপলের আগের বছরগুলোর ধারাবাহিকতা অনুসরণ করছে।

চারটি নতুন মডেল
iPhone 17 – মূল মডেল, স্ট্যান্ডার্ড ইউজারদের জন্য
iPhone 17 Air – আরও হালকা ও পাতলা ডিজাইন
iPhone 17 Pro – শক্তিশালী ক্যামেরা ও প্রসেসর
iPhone 17 Pro Max – প্রিমিয়াম ফিচারে ঠাসা, সর্বোচ্চ দামে
আইফোন রিলিজ মানেই শুধু একটি ফোন নয়, বরং এটি প্রযুক্তি ও ডিজাইনের ভবিষ্যৎ দিক নির্দেশনা দেয়। iPhone 17 সিরিজে নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা, আরও দ্রুত চিপ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ থাকার জোর সম্ভাবনা রয়েছে।
উন্মোচন অনুষ্ঠান
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় (ET) / সকাল ১০টায় (PT) থেকে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে।
এদিকে অ্যাপল আইফোন ১৭ সিরিজের দাম নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৭ প্রো মডেলের দাম কিছুটা বাড়তে পারে, তবে বেস স্টোরেজও বাড়বে। জেপি মরগ্যানের একটি রিসার্চ নোট অনুসারে এই তথ্য জানা গেছে। আইফোন ১৭ প্রো-এর ১২৮জিবি ভেরিয়েন্ট বন্ধ করে ২৫৬জিবি দিয়ে শুরু হবে। এটি দাম বাড়ার মূল কারণ।

আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর দাম আগের মতোই রাখা হতে পারে। শুধুমাত্র প্রো মডেলটিতেই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম ১০৯৯ ডলার হতে পারে।
ভারতে আইফোন ১৭ প্রো (২৫৬জিবি)-এর দাম প্রায় ১,২৫,০০০ টাকা হতে পারে। সেপ্টেম্বর ১২ থেকে প্রি-অর্ডার শুরু হবে। ডেলিভারি expected around সেপ্টেম্বর ১৯-এর দিকে। নতুন আইফোনে বেশ কিছু আপগ্রেড আসছে। এ১৯ প্রো চিপসেট পাবে ব্যবহারকারীরা। ডিসপ্লে হবে ৬.৩ ইঞ্চির প্রোমোশন ওলেড।
নতুন রূপে আসছে মটোরোলার ফ্লিপ ফোন Razr 60 