টেকপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে স্যামসাং। আজ শুক্রবার (১০ অক্টোবর) ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান এই প্রযুক্তি জায়ান্টের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি।
তরুণদের অনলাইন জীবনধারা ও সক্রিয়তা মাথায় রেখে ডিজাইন করা এই ফোনটির মূল আকর্ষণ হলো ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এআই-ভিত্তিক স্মার্ট ফিচার।
স্যামসাং এম১৭ ৫জি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, যার মধ্যে রয়েছে OIS প্রযুক্তি যা ভিডিও রেকর্ডিংয়ের সময় ঝাঁকুনি কমিয়ে নিখুঁত ও মসৃণ ভিডিও ধারণ নিশ্চিত করবে। ছবির ক্ষেত্রেও ব্যবহারকারীরা পাবেন আরও বিস্তারিত ও স্পষ্টতা।
ফোনটি মাত্র ৭.৫ মিলিমিটার পুরু, যা হাতে ধরা সহজ ও আরামদায়ক। ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোনটিকে গেমিং, স্ট্রিমিং এবং ভিডিও দেখার জন্য আদর্শ করে তুলেছে। স্ক্র্যাচ ও আঘাত থেকে রক্ষা পেতে থাকছে গরিলা গ্লাস ভিকটাস এবং IP54 রেটিং, অর্থাৎ ধুলাবালি ও পানির ছিটা প্রতিরোধে সক্ষম।

স্যামসাং এই প্রথম তাদের এম-সিরিজে এআই ইন্টিগ্রেশন এনেছে। থাকছে দুটি আকর্ষণীয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার-
- Circle to Search with Google: স্ক্রিনে কোনো ছবি বা টেক্সট সার্কেল করলেই সরাসরি গুগলে সার্চ করা যাবে, বাড়তি কোনো অ্যাপ ছাড়াই।
- Gemini Live: রিয়েল-টাইমে ফোনের সঙ্গে কথা বলে পাওয়া যাবে সাজেশন, তথ্য কিংবা টাস্ক সহযোগিতা।
যদিও এখনো প্রসেসর বা ব্যাটারির স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে ফোনটিতে থাকবে শক্তিশালী ৫জি প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং সাপোর্ট।

গ্যালাক্সি এম১৭ ৫জি দুটি রঙে পাওয়া যাবে মুনলাইট সিলভার ও স্যাফায়ার ব্ল্যাক। দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, এটি মধ্যম বাজেট ক্যাটাগরির একটি ফ্ল্যাগশিপ ফিচারযুক্ত ফোন হিসেবে বাজারে আসবে।
দেওয়ালির আগেই স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি হতে পারে তরুণদের জন্য একটি আদর্শ স্মার্টফোন। উন্নত ক্যামেরা, এআই ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এটি বাজারে নতুন মানদণ্ড তৈরি করতে প্রস্তুত।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ChatGPT Go প্ল্যান চালু
ফোন গরম হলে কি হ্যাং করে?