ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সমুদ্র অনুসন্ধানে নতুন অধ্যায়ে চীন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শক্তি ব্যবহার করে সমুদ্র অনুসন্ধানে নতুন অধ্যায় সূচনা করেছে চীনের একদল গবেষক। শানসি প্রদেশের শি’আনে অবস্থিত নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এক অভিনব বায়োনিক জেলিফিশ রোবট, যার নাম দেওয়া হয়েছে ‘আন্ডারওয়াটার ফ্যান্টম’।

জেলিফিশের প্রাকৃতিক নকশা ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ক্ষুদ্র রোবটটির প্রস্থ মাত্র ১২০ মিলিমিটার এবং ওজন ৫৬ গ্রাম। এর স্বচ্ছ দেহে ব্যবহৃত হয়েছে ইলেক্ট্রোহাইড্রোলিক কৃত্রিম পেশী, যা মাত্র ২৮.৫ মিলিওয়াট শক্তি ব্যবহার করে কাজ করে।

গবেষক দল জানিয়েছে, এই প্রযুক্তির কারণে রোবটটি প্রায় নীরব, শক্তি-সাশ্রয়ী এবং দীর্ঘ সময় পানির নিচে চলাচল করতে সক্ষম। এর অন্তর্নির্মিত এআই সিস্টেম রোবটটিকে স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন করতে ও আশপাশের পরিবেশ অনুভব করতে সাহায্য করে।

প্রকল্পটি চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাইক্রো ও ন্যানো সিস্টেমস ফর এরোস্পেসের মূল পরীক্ষাগারের আওতায় পরিচালিত হয়েছে। গবেষকদের মতে, এই বায়োনিক রোবট গভীর সমুদ্র অনুসন্ধান, পরিবেশ পর্যবেক্ষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বুদ্ধিমান, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

NB/SN
আরও পড়ুন