ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ কবে কখন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হতো ভোর ৪টায়। তবে টি-২০ ম্যাচগুলো হবে কিউইদের স্থানীয় সময় অনুযায়ী দিবারাত্রির। বাংলাদেশ সময় অনুযায়ী তাই সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ৬টায়।

ওয়ানডেতে কিউইদের মাটিতে তাদেরই বিপক্ষে ১৮ ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ। একই হতাশার গল্পে টি-২০তেও রয়েছে। যেখানে টাইগাররা ৯টি ম্যাচে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা জয় পাননি নিউজিল্যান্ডে। ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জয় এসেছে, টি-২০’র খরাটাও তারা এবার ঘুচাতে পারে কি না সেটাই দেখার বিষয়।

টি-২০ সিরিজের সময়সূচি :

২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ ম্যাকলিন পার্ক, নেপিয়ার   দুপুর ১২ টা ১০ মিনিট।
২৯ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ বে ওভাল, মাউন্ট মঙ্গানুই দুপুর ১২টা ১০ মিনিট।
৩১ ডিসেম্বর  তৃতীয় ম্যাচ বে ওভাল, মাউন্ট মঙ্গানুই সকাল ৬টা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

IL
আরও পড়ুন