ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছাদখোলা বাসে রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব

আপডেট : ১৩ মে ২০২৪, ১০:০২ এএম

ঘরোয়া লিগ শিরোপা জয়টা আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। কয়েকদিন আগে সেই আনুষ্ঠানিকতা শেষ করে রেকর্ড ৩৬তম বারের মতো শিরোপা জয় করে। রোববার আনুষ্ঠানিকভাবে মাদ্রিদের ক্লাবটি শিরোপা জয়ের উৎসব করেছে।

মূলত বেশ কিছুদিন আগেই রিয়ালের শিরোপা জয় নিশ্চিত হয়। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কারণে আনুষ্ঠানিকতা তারা স্থগিত করেছিল। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখ হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পরই তারা উৎসবের পরিকল্পনা চূড়ান্ত করে।

ছাদখোলা বাসে করে মাদ্রিদ শহর ঘুরে বেড়ায় খেলোয়াড়রা। রাস্তা জুড়ে অপেক্ষায় থাকা সমর্থকদের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ করে। এর আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেড্রো রোচা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, কোচ কার্লো আনচেলোত্তি ও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে ট্রফি হস্তান্তর করেন। ট্রফি নিয়ে খেলোয়াড়রা প্রথমে মাদ্রিদের আঞ্চলিক গভর্নমেন্টের সদর দফতরে যায়। তারপর তারা যায় সিবেলেসে। সেখানে অপেক্ষায় ছিল ক্লাবের 'প্রাণ' হাজার হাজার ভক্তরা।

সিবেলেসে যাওয়ার আগে রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো বলেন, আমরা আনন্দিত কেননা আমরা কঠিন এক শিরোপা জয় করেছি। এখন আমাদের সিবেলেসে যেতে হবে। সেখানে আনন্দ করতে হবে কেননা পরবর্তী ট্রফি আবার কবে জিতবো তা কেউ জানে না।

মিডফিল্ডার টনি ক্রুস বলেন, আমাদের জন্য এটা দারুণ একটা মৌসুম ছিল। খুব কঠিন সময় পার করতে হয়েছে। দলে ইনজুরি ছিল। তবে আগেভাগে শিরোপা জয় নিশ্চিত হওয়ায় আমরা আনন্দিত। এখন সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়।

রিয়াল মাদ্রিদের সামনে এখন আরো বড় আনন্দ করার সুযোগ অপেক্ষা করছে। লিগ জয়ের পাশাপাশি এখন তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। তাদের সামনে এখন বাধা হয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে এখন দুই দল মুখোমুখি হবে। 

 

HK/AST
আরও পড়ুন