মোহামেডান স্পোর্টিং ক্লাব আগেই ফেডারেশন কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ কে তা জানতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। এক সপ্তাহ পর আজ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ফেডারেশেন কাপের অন্য সেমিফাইনালটি আজ মাঠে গড়াচ্ছে। যে ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা ৩টায়।
এই মৌসুমে আবাহনী লিমিটেড এখনও কোনো ট্রফি জিততে পারেনি। আর বসুন্ধরা কিংসের সামনে ট্রেবলের হাতছানি। প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। তিন ম্যাচ আগেই লিগে শিরোপা উৎসব করেছে। আবাহনী আছে তৃতীয় স্থানে। লিগে কিংসের সঙ্গে দুইবারের লড়াইয়ের ফল আবাহনীর জন্য মোটেও সুখকর ছিল না। একবার ২-০, সবশেষ ২-১ গোলে হেরেছেন ৪ মে। তবে আজ জয়ের ব্যাপারে আশাবাদী আবাহনী।
দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেন, আমরা জেতার জন্যই মাঠে নামব। শেষ সময় পর্যন্ত একই তাল-লয়ে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারব।
দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল যদি সবাই ভালো খেলতে পারে, তাহলে হয়তো ফাইনালে যেতে পারব। তবে কিংস ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে।
ফেডারেশন কাপ বলেই হয়তো আবাহনীর আত্মবিশ্বাসটা বেশি। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল আবাহনী। ১২ বার জিতেছে তারা, সবশেষ জিতেছে ২০২১-২২ মৌসুমে। গতবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরেছিল আকাশি-হলুদ জার্সিধারীরা। আবাহনী চাইবে ফাইনালে উঠে গেলবার মোহামেডানের কাছে হারের প্রতিশোধ নিতে।
তবে বসুন্ধরার চোখ ট্রেবলে, তাই তো লিগ জেতার পর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছিলেন, এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যে সবাই খেলবে।
এর আগে স্বাধীনতা কাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল কিংস ও আবাহনী। সেবার কিংস জিতেছিল ৪-০ গোলে। আবাহনীর বিপক্ষে মৌসুমে তিন দেখাতেই জয় কিংসের। তাই আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা। কিংসের ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী জয় নিয়ে, ‘ট্রেবল জিততে হলে সেমিফাইনালে আবাহনীকে হারাতে হবে। আমরা এই মৌসুমে তিনটি ট্রফি জিতে উৎসব করতে চাই।
দেশের ফুটবল পেশাদার যুগে পা দেওয়ার পর একটি ক্লাবেরই ট্রেবল জয়ের কীর্তি আছে। ২০১২-১৩ মৌসুমে মারুফুল হকের অধীনে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় ক্লাব হিসেবে এই কীর্তিতে নাম লেখাতে চায় কিংস।
