ইতালিয়ান কাপ

তিন বছর পর জুভেন্টাসের ইতালিয়ান কাপ জয়

আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:০৬ এএম

দর্শকেরা আসনে বসতে না বসতেই গোল। ডুসান ভ্লাহোভিচের গোল। ম্যাচের বয়স তখন মাত্র তিন মিনিট পার হয়ে চতুর্থ মিনিটে পড়েছে। ম্যাচের শুরুতেই করা ওই গোলের সুবাদে জুভেন্টাস তিন বছর ব্যবধানে ঘরে তুলেছে ইতালিয়ান কাপ। বুধবার (১৫ মে) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা আটালান্টাকে হারিয়ে ইতালিয়ান কাপে রেকর্ড ১৫তম শিরোপা জয় করেছে।

এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে জুভেন্টাস যেমন তিন বছর পর ইতালিয়ান কাপ জয় করেছে তেমনি শিরোপা খরা ঘুঁচিয়েছে। জুভেন্টাসের সঙ্গে ট্রফির যেন একটা আড়ি পড়েছিল। বছরের পর বছর পর হলেও শিরোপার দেখা মিলছিল না। অবশেষে ম্যাসিমিলিয়ানো আলেগ্রি হাত গত তিন বছরে এই প্রথম কোনো শিরোপার দেখা পেল জুভেন্টাস।

অনেকটা নাটকীয়ভাবে জুভেন্টাস গোল পেয়ে যায়। আন্দ্রে ক্যাম্বিয়াসো লম্বা পাস ধরেই দৌড় শুরু করেছিলেন ডুসান। আটালান্টার রক্ষণভাগ চেষ্টা করেছিল কিন্তু ডুসানকে তার লক্ষ্য থেকে বিচু্যত করতে পারেনি তারা। এ জয়ের ফলে ২০২১ সালের পর আবার ইতালিয়ান কাপের ফাইনালে আটালান্টাকে হারালো জুভেন্টাস। এবার নিয়ে ইতালিয়ান কাপের টানা পাঁচ ফাইনালে হারলো আটালান্টা। তারা ছয়বার ফাইনালে উঠে একবারই মাত্র শিরোপা জয় করেছে, সেটা ১৯৬২-৬৩ মৌসুমে।

২০২১ সালের পর ২০২২ সালেও জুভেন্টাস ফাইনালে পৌঁছেছিল। কিন্তু ইন্টার মিলানের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল। সে ম্যাচেও ডুসান গোল করেছিলেন। এবারের গোলের মাঝ দিয়ে ডুসান ইতালিয়ান কাপের দুই ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন। এর আগে এ কৃতিত্ব দেখিয়েছেন জন চার্লেস ও সাভিনো বেলিনি।

এদিকে আলেগ্রিও একটা কীর্তি গড়েছেন। প্রথম কোচ হিসেবে পাঁচবার ইতালিয়ান কাপ জয়ের কীর্তি গড়েছেন। পাঁচ শিরোপা তিনি এই জুভেন্টাসের হয়ে জয় করেছেন। দীর্ঘদিন পর শিরোপা জয়ে স্বাভাবিকভাবে দারুণ খুশি আলেগ্রি। তিনি বলেন, আমরা খুবই আনন্দিত। ছেলেরা ক্লাবের জন্য আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। শিরোপা জয়টা মোটেও সহজ ছিল না, তবে আমাদের জন্য এটাই দারুণ এক অর্জন। যদি আমি আগামী মৌসুমে ক্লাবটির সঙ্গে না থাকি, তাহলে আমি একটা শক্তিশালী দল রেখে যেতে পারছি। ক্লাব এটার মূল্যায়ন করবে।

এদিকে আটালান্টা আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে। অর্থাৎ একই মৌসুমে তারা দুটো ফাইনালে খেলছে। আটালান্টার ক্লাব ইতিহাসে এই প্রথম তারা একই মৌসুমে দুই টুর্নামেন্টের ফাইনাল খেলছে।

AH
আরও পড়ুন