ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাপোলির সঙ্গেও ড্র করল জুভেন্টাস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

আবারও পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। শনিবার রাতে নাপোলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এ নিয়ে টানা তিন ম্যাচে গোলশূন্য ড্র করলো সিরি 'এ' সাবেক চ্যাম্পিয়ন দলটি।

চলতি মৌসুমে জয় শুরু করেছিল জুভেন্টাস। কোমোকে ৩-০ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে হেলাস ভেরোনার বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছিল। এরপর থেকে জুভেন্টাস ড্র-র সঙ্গে মিতালি করে। একের পর এক টানা তিন ম্যাচে ড্র করেছে তারা। দুটো নিজেদের মাঠে, একটা অ্যাওয়েতে।

ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল জুভেন্টাসের। কিন্তু গোলের দেখা তারা পায়নি। বরং গোলের দারুণ সুযোগ পেয়েছিল নাপোলি। স্কট ম্যাকটমিনের দারুণ এক শট জুভেন্টাস গোলরক্ষক মিচেলে ডি গ্রেগোরিও ফিরিয়ে দেন। ব্যর্থ হন রোমেলু লুকাকুও। ফলে কোনো দলের আর গোল পাওয়া হয়নি।

সিরি ‌ 'এ'তে বর্তমানে তোরিনো নেতৃত্ব দিচ্ছে। ৫ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১১। নাপোলি ১০ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস চতুর্থ স্থানে। সমান ১০ পয়েন্ট হলেও গোল পার্থক্যে উদিনেস রয়েছে দ্বিতীয় স্থানে।

AHA/FI
আরও পড়ুন