ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাওলো মালদিনির ছেলে জাতীয় দলে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ এএম

দাদা ছিলেন সিজার মালদিনি। আর বাবা পাওলো মালদিনি। উভয়ে ফুটবল খেলোয়াড়। শুধু তাই নয়, উভয়ে দাপটের সঙ্গে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার সেই পরিবারের ছেলে দানিয়েল মালদিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২২ বছর বয়সী দানিয়েলকে নিয়ে কোচ লুসিয়ানো স্প্যালেত্তি নেশনস লিগের দল ঘোষণা করেছেন।

২২ বছর বয়সী দানিয়ের আক্রমণভাগে খেলে থাকেন। বর্তমানে তিনি মোঞ্জার খেলোয়াড়। তার পাশাপাশি লুসিয়ানো আরও তিনজন নতুন খেলোয়াড়কে দলে ডেকেছেন। তারা হলেন, জুভেন্টাসের গোলরক্ষক মিচেল ডি গ্রেগোরিও, এসি মিলানের ডিফেন্ডার মাতেও গ্যাবিয়া ও রোমার মিডফিল্ডার নিকোলো পিসিলি।

পাওলো মালদিনি ২০০২ সালের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেন। জাতীয় দলের হয়ে তিনি ১২৬ ম্যাচ খেলেছেন। সিজার মালদিনি জাতীয় দলের হয়ে ১৯৬৩ সালে সর্বশেষ ম্যাচ খেলেন। তিনি জাতীয় দলের কোচও ছিলেন।

নেশনস লিগে ইতালি আগামী ১০ অক্টোবর নিজেদের মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে। চারদিন পার তাদের প্রতিপক্ষ ইসরায়েল।

নেশনস লিগে ইতালি নিজেদের গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। প্রথম দুই ম্যাচের দুটোতেই তারা জয় পেয়েছে। হারিয়েছে ফ্রান্স ও ইসরায়েলকে।

AHA/FI
আরও পড়ুন