কোপা আমেরিকার ফাইনাল শুরুর সময় ছিল বাংলাদেশ সময় সকাল ছয়টা। কিন্তু ম্যাচ এখনো শুরু হয়নি, শুরু হবে আধা ঘন্টা দেরিতে। অর্থাৎ সাড়ে ছয়টায়। দর্শকের চাপের কারণে আয়োজকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে দর্শকের ব্যাপক চাপ তৈরি হয়েছে।
আর মাত্র কয়েক মিনিট। তারপর শেষ হবে অপেক্ষার পালা। শেষের শুরুটা বেজে উঠবে কোপা আমেরিকার। শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে সর্বাধিকবার কোপা শিরোপা জয়ের মিশনে থাকা আর্জেন্টিনা। অন্যদিকে টানা ম্যাচ জয়ের কীর্তির পথে থাকা কলাম্বিয়া।
দুই দলের ফাইনালের একাদশ:
আর্জেন্টিনা: ইমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লাউতারো মার্টিনেজ, টাগলিয়াফিকো, দি মারিয়া, ডি পল, এঞ্জো, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও আলভারেজ।
কলাম্বিয়া: ভারগাস, এস আরিয়াস, সানচেজ, কুয়েস্তা, মোজিকা, রিয়স, লারমা, দিয়াজ, রদ্রিগুয়েজ, জে আরিয়াস ও করদোবা।
