শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার কোপা আমেরিকার পালা। আর মাত্র কয়েক মিনিট। তারপর শেষের শুরুটা বেজে উঠবে কোপা আমেরিকার। শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে সর্বাধিকবার কোপা শিরোপা জয়ের মিশনে থাকা আর্জেন্টিনা। অন্যদিকে টানা ম্যাচ জয়ের কীর্তির পথে থাকা কলাম্বিয়া।
ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ৪-৩-৩ পদ্ধতিতে খেলার জন্য দল সাজিয়েছে। অর্থাৎ লিওনেল মেসি, আনহেল দা মারিয়া ও হুলিয়ান আলভারেজ আক্রমণভাগে থাকবেন। অন্যদিকে কলাম্বিয়া খেলবে ৪-৪-২ পদ্ধতিতে।
দুই দলের ফাইনালের একাদশ:
আর্জেন্টিনা: ইমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লাউতারো মার্টিনেজ, টাগলিয়াফিকো, দি মারিয়া, ডি পল, এঞ্জো, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও আলভারেজ।
কলাম্বিয়া: ভারগাস, এস আরিয়াস, সানচেজ, কুয়েস্তা, মোজিকা, রিয়স, লারমা, দিয়াজ, রদ্রিগুয়েজ, জে আরিয়াস ও করদোবা।
