ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আফগানিস্তানের আমন্ত্রণ

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৭ এএম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার আমন্ত্রণ পেল টিম টাইগাররা।

আসছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের আগে পাওয়া ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে এখনো এই সিরিজের চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি।

এই সিরিজ মাঠে গড়ালে, ২০২৩ সালের জুলাইয়ে নির্ধারিত আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের দ্বিতীয় অংশও সম্পন্ন হবে। সেবার ভারতের গ্রেটার নয়ডায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও, পরবর্তীতে সময় ও আবহাওয়ার কারণে সিরিজটি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত শুধু ওয়ানডে সিরিজ মাঠে গড়ায় এবং গত নভেম্বরে শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচের সেই সিরিজে ২–১ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন নিয়েও আলোচনা চলছে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। সম্ভাব্য সিরিজটি আয়োজনের সময় ধরা হচ্ছে আগামী বছর।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি। এদিকে, চলতি আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ থাকলেও তা এক বছরের জন্য স্থগিত হওয়ায়, আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি পূরণে বিকল্প সিরিজ খেলার দিকেও নজর দিচ্ছে বোর্ড।

AHA
আরও পড়ুন