ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের এএফসি অ-২৩ টুর্নামেন্ট খেলার কথা ছিল। বাফুফে ভিয়েতনামে এই টুর্নামেন্টের বাছাইকে খুবই গুরুত্ব দিয়েছে। বাহরাইনে দু'টি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। বাহরাইনে দুই প্রবাসী ফুটবলার কিউবা এবং ফাহমিদুল অংশগ্রহণ করছেন না।
সান্ডারল্যান্ড থেকে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন কিউবা। গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের হয়ে অভিষেক হয়েছে তার। জনি, রিমন ও শ্রাবণ অ-২৩ বাহরাইনে যোগ দেওয়ার জন্য দোহায় রয়েছেন। কিউবা অ-২৩ দলের তালিকায় থাকলেও কিংস তাকে দলের সঙ্গে ঢাকায় নিয়ে আসছে। কাতারের দোহা থেকে ইতোমধ্যে কিংস বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাফুফে কিংসের চার ফুটবলারেরই দোহা থেকে বাহরাইনের টিকিট নিশ্চিত করেছিল। কিংস কিউবাকে এখনই জাতীয় দলের জন্য ছাড়তে নারাজ। তাই তাদের খেলোয়াড়কে ঢাকা নিয়ে আসছে। কিউবা কবে কখন অ-২৩ দলের ক্যাম্পে যোগ দেবেন এটা কিংস জানায়নি। ফেডারেশনও এ বিষয়ে কিছু বলতে পারেনি।
এইদিকে ফাহমিদুল ইসলামের বাহরাইন যাওয়ার কথা ছিল। তার বাহরাইনে দু'টি প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না। অ-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, 'ফাহমিদুল ইতালিতে ক্লাব বদল করছে। সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তার পক্ষে বাহরাইন আসা কঠিন। বাহরাইন আসতে না পারলেও ভিয়েতনাম ম্যাচে আসবে এটা নিশ্চিত।'
ফাহমিদুল ইতালিয়ান ক্লাবে রয়েছেন সেখান থেকে ছাড়পত্র পেতে খানিকটা বিলম্ব হতেই পারে। কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবার জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান। ফেডারেশনের এত বড় পদে থেকেও জাতীয় স্বার্থে খেলোয়াড় না ছাড়ায় ফুটবলাঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে। ফিফার আইনে বসুন্ধরা কিংস এই মুহুর্তে খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় আন্তর্জাতিক ম্যাচের আগে ৭২ ঘন্টা ছাড়লেই হয়। এরপরও এএফসি অ-২৩ টুর্নামেন্টে দলের সঙ্গে সমন্বয় ও পর্যাপ্ত প্রস্তুতির জন্য কিউবাকে বাহরাইনে দলের সঙ্গে প্রয়োজন ছিল। যদিও বিলম্বে খেলোয়াড় ছাড়ার ঘটনা বসুন্ধরা কিংসের এটাই নতুন নয়, আগেও এমন ঘটেছে।
ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু যখন জাতীয় দলের ম্যানেজার ছিল তখন ফেডারেশনে কড়া চিঠি দিয়েছিল কিংস। গত এক বছরে ব্রাদার্সের ম্যানেজার আমের খান জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন। এ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া নেই কিংসের। এটা যেন দ্বিমুখী নীতি।
বসুন্ধরা কিংস পেশাদার ক্লাব হিসেবে নিজেদের দাবি করে। অথচ তাদের কর্মকান্ড অনেক সময় অপেশাদার। গতকাল রাতে সিরিয়ার ক্লাবের বিপক্ষে ম্যাচ হয়েছে কাতারে। সেই ম্যাচের ছবি গণমাধ্যমে পাঠিয়েছে আজ বিকেলে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের কোচের কোনো প্রতিক্রিয়াও দেয়নি।
