ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উশু ফেডারেশন

অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হলো ‘অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস অ্যান্ড স্পোর্টস মেডিসিন সেমিনার ২০২৫’। দিনব্যাপী এই সেমিনারে ৯০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। তিনি ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ ওষুধের ব্যবহার প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিচ্ছন্ন প্রতিযোগিতা ছাড়া ক্রীড়াজগতে স্থায়ী সাফল্য আসতে পারে না।

অ্যান্টিডোপিং বিষয়ে মূল প্রশিক্ষণ প্রদান করেন ডা. মো. শফিকুর রহমান। তিনি ক্রীড়াবিদদের নিষিদ্ধ দ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। অন্যদিকে ডা. ফারজানা আক্তার ভূঁইয়া স্পোর্টস মেডিসিন বিষয়ে বক্তৃতা দেন, যেখানে তিনি আঘাত প্রতিরোধ, পুনর্বাসন এবং বৈজ্ঞানিক উপায়ে ক্রীড়াশৈলী উন্নয়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু।

সেমিনারে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের টি-শার্ট ও সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ক্রীড়াবিদদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, সুস্থ জীবনধারা নিশ্চিত করবে এবং ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলবে।

MH/MMS
আরও পড়ুন