ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশ-আফগানিস্তান খেলায় পরিসংখ্যানে এগিয়ে কারা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

এশিয়া কাপের এবারের আসরে ‘ডু অর ডাই’ ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটনদের। তবে এই ম্যাচ জিতলেও লিটন-তাসকিনদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে আফগানিস্তানকেই সম্ভাব্য বিজয়ী বলে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। এবারের এশিয়া কাপে পারফরম্যান্সের দিক থেকেও বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে রশিদ খানের দল।

তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশ ও আফগানিস্তানের পারফরম্যান্স পরিসংখ্যান। 

মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-আফগানিস্তান সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তখন  সেমিফাইনাল নিশ্চিত করতে সমীকরণ মেলাতে হতো টাইগারদের। কিন্তু শেষ পর্যন্ত আফগানদের কাছে হেরে বিদায় নেয় লিটন দাসের দল। আর তাদের পরাজয়ের অশ্রু জলে ভাসিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আফগানরা ।

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে দু’দলের মুখোমুখি হওয়ার ঘটনাও বাংলাদেশের জন্য নির্ভার বা প্রশান্তির নয়। ২০২২ সালে শারজাহতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। সর্বমোট টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান, আর চার ম্যাচে জিতেছে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপের আসরে আফগানদের  দুর্দান্ত সূচনা

২০২৫ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তি দেখিয়েছে আফগানিস্তান। হংকংয়ের বিপক্ষে তারা জিতেছে বিশাল ৯৪ রানে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে তাদের নেট রান রেট দাঁড়িয়েছে +৪.৭০০। অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের নেট রান রেট ছিল মাত্র +১.০০১। এরপর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারায় তা নেমে যায় -০.৬৫০-এ।

পরিসংখ্যান যা-ই হোক টিকে থাকতে  মাঠের লড়াই

সব মিলিয়ে অতীত রেকর্ড ও চলতি আসরের পারফরম্যান্সে এগিয়ে রয়েছে আফগানিস্তান। তবে ক্রিকেটে শেষ কথা বলে যা কিছু তা মাঠের পারফরম্যান্স। তাই আজ শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে যদি লিটন-তাসকিনরা নিজেদের সেরাটা দেখাতে পারে, তবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জেগে থাকবে টাইগারদের জন্য। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ।

SN
আরও পড়ুন