আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-কে আবারও চিঠি দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে দ্বিতীয় দফায় ইমেইল পাঠিয়েছে। এতে ভারতে সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের নিরাপত্তাজনিত উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে।

বিসিবি সূত্র জানায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আইসিসি জানিয়েছিল, ইভেন্টের এক মাস আগে ভেন্যু পরিবর্তন কঠিন। তবে তারা বিসিবির কাছে সুনির্দিষ্ট উদ্বেগের জায়গাগুলো জানতে চেয়েছিল।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে বিকল্প আয়োজক হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজনের দাবি জানাচ্ছি। ভারতে যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, সেটি আইসিসিকে আমরা বোঝাতে সক্ষম হব বলে আশা করি।’

বিসিবি প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুলও স্পষ্ট জানিয়েছেন, ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বোর্ড শতভাগ অনড়। আইসিসি যদি নিরপেক্ষভাবে যুক্তিগুলো বিবেচনা করে, তবে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় খেলার সুযোগ তৈরি হবে বলে তারা বিশ্বাস করেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা রয়েছে। তবে দুই দেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সফর নিয়ে এমন কঠোর অবস্থানে গেল বিসিবি।

DR
আরও পড়ুন