আইসিসি এখন ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’: আফ্রিদি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় আইসিসির 'দ্বৈত নীতি'র অভিযোগ তুলে তিনি বলেছেন, আইসিসি এখন আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়- বরং ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে।

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন আইসিসি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ওটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। এই জিনিসটাও দেখতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর পর আইসিসি তাদের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করেনি। ফলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

আফ্রিদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এবং বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ‘আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নিরাপত্তা উদ্বেগ মেনে নিয়ে পাকিস্তানের পরিবর্তে দুবাইয়ে তাদের সব ম্যাচ আয়োজন করেছিল। কিন্তু বাংলাদেশের একই ধরনের আবেদন মানতে তারা অনীহা দেখিয়েছে। এটা স্পষ্ট দ্বৈত নীতি।’

তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতীয় এবং তিনি আগে বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ভারত ক্রিকেটে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তাই সবাই জানে আইসিসির সিদ্ধান্তে ভারতের প্রভাব কতটা। এটা ক্রিকেটের জন্য ভালো নয়।’

আফ্রিদির মতে, ‘বিসিসিআই নিজেরাই চাপে রয়েছে। তারা পাকিস্তানের সঙ্গে খেলতে চায়, খেলোয়াড়দের মাঠে দেখতে চায়- কিন্তু সবকিছু শেষমেশ মোদি সরকারের ওপর গিয়ে ঠেকে। তিনি বলেন, মোদি সরকার ভারতকে বিশ্বের কাছে হাসির পাত্র বানিয়েছে এবং ক্রিকেটের মাধ্যমেও অনেক ঘৃণা ছড়াচ্ছে।’

আফ্রিদির এই মন্তব্য ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করেন, আইসিসির সিদ্ধান্তে বড় বড় বোর্ডের প্রভাব বেশি পড়ছে, যা ছোট-মাঝারি দেশগুলোর জন্য অন্যায়। বাংলাদেশের এই ঘটনা নিয়ে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে জোরালোভাবে।

AHA
আরও পড়ুন