টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেধে দেওয়া ৩০ এপ্রিলের মধ্যেই আইসিসিতে ১৫ জনের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। সেই ১৫ জনের তালিকা থেকে কাটা পড়েছে একটা নাম। সেই নামটা মোহাম্মদ সাইফউদ্দিনের। তার জায়গায় দলে ঢুকেছে তানজিম হাসান সাকিব। যা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কেন বিশ্বকাপে জায়গা হলো না তার। অথচ ধারাবাহিকভাবে অধারাবাহিক পারফরম্যান্স করেও দলে টিকে গেছেন লিটন দাস ও অধিনায়ক কোটায় নাজমুল শান্ত।
সাইফউদ্দিনের এই বাদ পড়া নিয়ে হচ্ছে সমালোচনা। যা নিয়ে কথা বলেছেন নির্বাচক থেকে শুরু করে কোচ ও অধিনায়ক। এবার একই ইস্যুতে মুখ খুললেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও। মিরপুরে দলের বিশ্বকাপ ফটোসেশনে অংশ নিয়ে সাইফউদ্দিনকে নিয়ে কথা বলতে হয়েছে তাকে।
সাইফউদ্দিন প্রশ্নে অবশ্য কিছুটা বিরক্তই হয়েছেন পাপন। বাদ পড়া প্রসঙ্গে পাপন বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থুল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’
সাইফউদ্দিনের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। এর বাইরে রয়েছে আরও তিন পেসার তাসকিন, মুস্তাফিজ ও শরীফুল। তবে এই তিন জনের বাইরে দলে সুযোগ পাওয়াটা যে কঠিন সেটিও মনে করিয়ে দিয়েছেন পাপন। বলেন, ‘আমি মনে করি তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মুস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না।’
