শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক পড়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত আছেন নাজমুল হাসান। বিসিবির এক শীর্ষ পরিচালককে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।
সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান আর বোর্ডে আসেননি। ধারণা করা হচ্ছে তিনি দেশের বাইরে চলে গেছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি আর বোর্ডে আসা নিরাপদ মনে করছেন না। এমন পরিস্থিতিতে বোর্ডের কয়েকজন পরিচালক বর্তমান পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে আলোচনায় বসেছিলেন। সেখানেই একজন পরিচালক সভার সবাইকে নাজমুল হাসানের এই ইচ্ছার কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি আছেন নাজমুল হাসান। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে। পরে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে।
বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি দুই মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরপর তিন সভায় কেউ অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ বাতিল বলে গণ্য করা হয়। নিজে থেকে পদত্যাগ না করে বর্তমান সভাপতি যদি কার্যক্রমে অনুপস্থিত থাকনে তাহলে অন্তত ৬ মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালক ও সভাপতি পদে বহাল থাকবেন নাজমুল হাসান।
