সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল— আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল তিন ক্রিকেটার। তবে জানেন কি? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের কার কতজন অনুসারী রয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অনুসারীর তালিকায় অলরাউন্ডার সাকিব আল হাসান বরাবরের মতোই শীর্ষে রয়েছেন। তাঁর বর্তমান ফেসবুক অনুসারীর সংখ্যা ১৫ মিলিয়নের ঘরে। ১৩ মিলিয়ন অনুসারী নিয়ে সাকিবের পরের স্থানে আছেন মুশফিকুর রহিম। ৭৬ লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে তামিম ইকবাল।
