ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টি-টোয়েন্টি সিরিজ

লিভিংস্টোনের ব্যাটে সিরিজ ফিরালো ইংল্যান্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ এএম

ওয়ানডে সিরিজে দলে ছিলেন না লিয়াম লিভিংস্টোন। টি-টোয়েন্টি সিরিজে সেই ক্ষোভ ব্যাট হাতে ঝাড়ছেন এই ব্যাটার। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৪৭ বলে করেছেন ৮৭ রান। তার এ ব্যাটিং তাণ্ডবের ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৩ উইকেটে জয় পেয়েছে। তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড সমতা ফিরিয়ে এনেছে। ফলে তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারক ম্যাচে রূপ নিয়েছে।

টস জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার রানে ফুলঝুড়ি ছোটায়। প্রথম চার ব্যাটারের ওপর ভর করে তারা বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করে। ম্যাথু শর্ট ২৮, ট্রাভিস হেড ৩১, জেক ফ্রেজার ম্যাগার্ক ৫০ ও জস ইনগ্লিস ৪২ রান করেন। শেষ দিকে ক্যামেরন গ্রিনের ১৩ ও অ্যারন হার্ডি ২০ রানের ওপর ভর করে ৬ উইকেটে তারা ১৯৩ রান করে।

১৯৪ রানে জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে পথ হারায় ইংল্যান্ড। অধিনায়ক ফিল সল্ট ৩৯ রান করলেও অপর ওপেনার উইল জ্যাক ও জর্ডান কক্স ব্যর্থতার পথে হাঁটেন। উইল জ্যাক ১২ রান করেন। আর জর্ডান কক্স কোনো রান করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক বেথেল অস্ট্রেলিয়ান বোলারদের হতাশ করেন। তারা একের পর বলকে সীমানার বাইরে পাঠাতে থাকেন। ৯০ রানের অসাধারণ জুটি গড়েন তিনি। লিভিংস্টোন ৪৭ বলে ৮৭ রান করেন। ছয় বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ওভার বাউন্ডারি মারেন তিনি। আর জ্যাক বেথেল ২৪ বলে ৪৪ রান করেন। চারটি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।

শেষ দিকের চার ব্যাটার স্যাম কুরান ১, জেমি ওভারটন অপরাজিত ৪, ব্রাইডন কার্স ০ ও আদিল রশিদ অপরাজিত ১ রান করে দলকে জয় এনে দেন।

ম্যাথিউ শর্ট একের পর এক উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। ৫ উইকেট শিকার করেন তিন ২২ রানে। ম্যাচ জিতলে ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতে শোভা পেত। কিন্তু অসাধারণ এক ইনিংস খেলে লিয়াম লিভিংস্টোন ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন।

AHA/WA
আরও পড়ুন