মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৫ উইকেএ ১৮৬ রান। জবাব দিতে নেমে ১৫তম ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা।
তবে চারিথ আসালাঙ্কার বিদায়ের পর ধস নামল, ৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা হেরেছে ৪৫ রানে। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
১৮৭ রানের লক্ষ্যে নেমে প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কা তোলে ২ উইকেএ ৭২ রান। ওপেনার পাথুন নিশাঙ্কা করেন ৩৭ রান। দ্রুতই ফেরেন কামিন্দু মেন্ডিস (৭)। শ্রীলঙ্কার হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করা কুশাল পেরেরাকে ফেরান ডাফি।
তখন লঙ্কানদের স্কোর ৪ উইকেটে ১২৭। ষোলোতম ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকে ফেরান স্যান্টনার। এরপর আর টিকতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার শেষ পাঁচ ব্যাটসম্যান আউট হন এক অঙ্কের ঘরে রান করে। জ্যাকব ডাফি নেন ১৫ রানে ৪ উইকেট।
এর আগে নিউজিল্যান্ড বড় স্কোর পায় তিন ব্যাটসম্যানের চল্লিশ ছোয়া ইনিংসে। টিম রবিনসন ৩৪ বলে করেন ৪১ রান। মার্ক চ্যাপমান ২৯ বলে ৪২ রান করেন। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। মিচেল হে ১৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা।
টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
