ব্যক্তিগত কারণে দেখিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন।
স্টার্কের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এবার স্টার্কের সরে দাঁড়ানোয় ১৫ সদস্যের স্কোয়াডে বড় পরিবর্তন আনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানে মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড অস্ট্রেলিয়া পেস ইউনিটের শক্তিশালী স্তম্ভ। পাশাপাশি মার্শ ও স্টয়নিস (অবসর) পেস বোলিং অলরাউন্ডার। এই চার তারকার না থাকার অর্থ হলো- ফ্রন্টলাইন পেস আক্রমণ ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া।

স্টার্কের সরে যাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্তকে সম্মান করি। চোট ও প্রতিকূলতা সহ্য করে খেলেছেন এবং ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ছাড় দিয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ওয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংগা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
