চ্যাম্পিয়নস ট্রফিতে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছে ভারতীয় দল। তাদের ৫৮ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি ৬৯ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিসিসিআই। এতে বলা হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে সেরার খেতাব পাওয়া ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি দেওয়া হবে। খেলোয়াড়, কোচসহ কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও এ পুরস্কার পাবেন। এমনকি অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরা এই পুরস্কারের অংশ পাবেন। তবে কার জন্য কত বরাদ্দ সেটা আলাদা করে বোর্ডের বিবৃতিতে বলা হয়নি।
গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। বিশ্বকাপ সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন।
বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশ্যাল। এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি।
মালদ্বীপকে হারিয়ে প্রস্তুতি সারল ভারত