ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের সুবাস পাচ্ছে বাংলাদেশ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি উইমেন'স বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপুটে পারফরম্যান্স অব্যাহত রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল নিগার সুলতানারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও অনেকটাই উজ্জ্বল করে তুলেছে দলটি।

বাংলাদেশের হয়ে আজ রেকর্ড গড়া শুরুটা আসে ব্যাট হাতে। অধিনায়ক নিগার সুলতানার বিধ্বংসী ৮৩ রানের ইনিংসের পাশাপাশি ফিফটি করেন ফারজানা হক (৫৭) ও শারমিন আক্তার (৫৭)। ফলে নির্ধারিত ৫০ ওভারে দলীয় সর্বোচ্চ ২৭৬ রান তোলে বাংলাদেশ। যা এক ম্যাচ আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৭১ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

বল হাতে দারুণ শুরু করেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। এক পর্যায়ে স্কটল্যান্ড ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, প্রিয়ানাজ চ্যাটার্জি (৬১) ও রাচেল স্ল্যাটার (৬৩) জুটি বেঁধে লড়াইয়ে ফেরান দলকে। এই জুটি বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে একটি নজিরবিহীন রেকর্ডও গড়ে ফেলে। তবে শেষ পর্যন্ত ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার নেন সর্বোচ্চ ৪ উইকেট। সমর্থন দেন মারুফা, সুমনা ও রাবেয়া। ম্যাচসেরার পুরস্কার জেতেন নিগার সুলতানা।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭৬/৬ (নিগার ৮৩, শারমিন ৫৭, ফারজানা ৫৭)

স্কটল্যান্ড: ২৪২/৯ (চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩; নাহিদা ৪ উইকেট)

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

ম্যাচসেরা: নিগার সুলতানা

আরও পড়ুন