শিরোপার লড়াই জমিয়ে তুলল আবাহনী-মোহামেডান

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের চতুর্থ রাউন্ডে নাটকীয় এক ম্যাচ শেষে শিরোপার জন্য অপেক্ষা বাড়লো আবাহনী লিমিটেডের। বিকেএসপিতে নিজেদের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে আবাহনী যখন শিরোপার কাছাকাছি চলে এসেছিল, তখন মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবিশ্বাস্য জয়ে জমে উঠল টুর্নামেন্ট।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে শেষ দুই বলে প্রয়োজন ছিল ৭ রান। মোহামেডানকে বাঁচাতে ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন নাসুম আহমেদ। চাপের মুহূর্তে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে পারভেজ জীবনের পঞ্চম বলে ছক্কা হাঁকান নাসুম। এরপর শেষ বলে এক রান নিয়ে নিশ্চিত করেন মোহামেডানের ৪ উইকেটের জয়।

এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান শুরুটা ভালো করলেও মাঝপথে ব্যাটিং ধস নামে। শেষ পর্যন্ত নাসুমের দৃঢ়তায় ৬ উইকেট হারিয়েও জয় নিয়ে মাঠ ছাড়ে তাওহীদ হৃদয়ের দল।

অন্যদিকে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে ২২৫ রান। শুরুটা ভালো করতে পারেনি তারা। ওপেনার তানজিদ হাসান তামিম ৪, সৌম্য সরকার ২ এবং সাইফ হাসান ২৮ রান করে ফিরে যান। কিছুটা প্রতিরোধ গড়েন মেহেদি মারুফ (৪৮) ও অধিনায়ক আকবর আলি (৩৫)। শেষদিকে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের ৪০ ও শরিফুল ইসলামের ৩৪ রানে সম্মানজনক সংগ্রহ পায় রূপগঞ্জ। আবাহনীর হয়ে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ বোলিং করে ৪১ রানে নেন ৪টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর দুই ওপেনার শাহরিয়ার কমল ও পারভেজ হোসেন ইমন এনে দেন ৪৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ইমন (৭৩) ও জিশান আলমের (৬৩) ১১৩ রানের জুটিতে সহজে জয়ের পথে এগিয়ে যায় আবাহনী। পরে মেহরাব হাসান ও মোহাম্মদ মিঠুনের ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭.৩ ওভারে জয় নিশ্চিত করে দলটি।

গ্রুপ পর্বে মোহামেডানের কাছে হেরে সমান পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছিল আবাহনী ও মোহামেডান। সুপার লিগের শুরুতে রূপগঞ্জের কাছে হেরে বসে মোহামেডান, কিন্তু আবাহনী এখনো অপরাজিত।

সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হবে কে হবে চ্যাম্পিয়ন। সে ম্যাচে আবাহনী জিতলেই সরাসরি শিরোপা তাদের ঘরে যাবে। তবে মোহামেডান জিতলে চ্যাম্পিয়ন ঠিক হবে নেট রান রেটের হিসাব-নিকাশে।