পাকিস্তানের বিপক্ষে রাতে মাঠে নামছে লিটনের বাংলাদেশ

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:১৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের রেশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার চ্যালেঞ্জ আরও বড়- প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান, তাও তাদেরই মাটিতে। আজ বুধবার রাতে (বাংলাদেশ সময় রাত ৯টায়) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের জন্য খুব একটা আশাব্যঞ্জক নয়। দলটির আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি রয়েছে। তার উপর গত এক দশকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যানও হতাশাজনক। ১৯টি ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে। সর্বশেষ জয় এসেছে ২০১৬ সালে, যার পর থেকে জয়ের মুখ দেখেনি টাইগাররা।

পাকিস্তান এবার পূর্ণ শক্তির দল নামায়নি। বিশ্রামে রয়েছেন শীর্ষ তারকা শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে তাতেও বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তি নেই। পিএসএলে নজরকাড়া পারফরম্যান্স করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিয়ে পাকিস্তান গড়েছে এক দুর্দান্ত স্কোয়াড।

বাংলাদেশ দলেও রয়েছে কিছু পরিবর্তন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তাদের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং পেসার সৈয়দ খালেদ আহমেদ। নেতৃত্বে রয়েছেন লিটন দাস, যার কাঁধেই এবার দায়িত্ব দলকে সামনে টেনে নেওয়ার।

সিরিজটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং ট্যাপম্যাড অ্যাপ। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও এ স্পোর্টস। অনলাইনে দেখা যাবে তামাশা এবং ট্যাপম্যাড অ্যাপে।

সিরিজ সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ মে
তৃতীয় টি-টোয়েন্টি: ১ জুন
(সবগুলো ম্যাচ লাহোরে, বাংলাদেশ সময় রাত ৯টা)