বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে রয়েছেন চারিথ আসালাঙ্কা। দলে একমাত্র নতুন মুখ মিলান রত্নায়েকে, যদিও তার অন্তর্ভুক্তি ফিটনেসের ওপর নির্ভরশীল।
২৮ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক সেরেছেন এবং গল টেস্টে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেছেন। তার সাম্প্রতিক পারফরম্যান্সই ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়ার পথ খুলে দেয়।
আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এবং শেষ ম্যাচটি হবে পাল্লেকেলেতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা ঘোষণা করেছে ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞতায় ভরপুর দল। ব্যাটিংয়ে রয়েছেন পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও অধিনায়ক আসালাঙ্কা। মিডল অর্ডারে রয়েছেন সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে। অলরাউন্ডার হিসেবে থাকছেন দুনিথ ওয়েল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি প্রয়োজনে ব্যাট হাতেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।
স্পিন আক্রমণে লঙ্কানদের শক্তি বাড়িয়েছে চার জনের অভিজ্ঞ স্কোয়াড-হাসারাঙ্গা, থিকশানা, ভ্যান্ডারসে ও ওয়েল্লালাগে। এই ঘূর্ণিঝড়ের সঙ্গে পেস আক্রমণে থাকবেন আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্কা।
এই সিরিজ দিয়েই বাংলাদেশ ওয়ানডে দলে নতুন অধিনায়ক হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলেও কিছু চমক ছিল, যার মধ্যে সবচেয়ে বড় ছিল মোহাম্মদ নাঈমের ফেরা।
শ্রীলঙ্কান দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিট থাকলে), দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্কা।
