চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। কিন্তু নির্ধারিত সময়সীমায় সিরিজটি আর অনুষ্ঠিত হচ্ছে না। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সফরটি পিছিয়ে নেওয়া হয়েছে ১৩ মাস। এখন ২০২৬ সালের সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে এই প্রতীক্ষিত হোয়াইট-বল সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যৌথ বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠিতব্য তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের ব্যস্ত সূচি ও প্রতিশ্রুতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিশ্বজুড়ে আন্তর্জাতিক ম্যাচ ও সিরিজে ভরা ক্যালেন্ডারের কারণে সময় মেলানো কঠিন হয়ে পড়েছিল। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সিরিজটি পেছানোর উদ্যোগ নেয় দুই বোর্ড। বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট সূচির বাস্তবতা বিবেচনায়, উভয় বোর্ড সময়সাশ্রয়ী সিদ্ধান্ত নিয়েছে। আমরা ২০২৬ সালে ভারতকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
সিরিজের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে সিরিজের কাঠামো একই থাকছে-তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
এর আগে বিবিসি বাংলার বরাতে জানা গেছে, সফরটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো চূড়ান্ত অনুমোদন পায়নি। দিল্লির শীর্ষ সরকারি সূত্রগুলো জানিয়েছে, মূলত রাজনৈতিক কারণেই ভারত সরকার এই সফরে সম্মতি দিচ্ছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনকে ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।