আকরাম খানের স্পষ্ট বার্তা-মিরপুরের পিচে বিশ্রাম দরকার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম

বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেট ভেন্যুগুলোর একটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু এখানকার উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে সমালোচনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান, মিরপুরের উইকেট টি-টোয়েন্টি উপযোগী নয়। আকরাম বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রান হয় না, এমন পিচে খেলা উচিত না।’ তিনি আরো বলেন, মিরপুরে বছরের পর বছর প্রচুর খেলা হওয়ায় উইকেটের গুণমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এই উইকেট আরও স্লো হয়ে পড়ে।

আকরাম খানের মতে, এখন সময় এসেছে মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার। তার পরামর্শ, ঢাকার বাইরের ভালো পিচে বেশি ম্যাচ আয়োজন করা উচিত। এতে ব্যাটসম্যানদের জন্য সুবিধা বাড়বে এবং দর্শকরাও হাইস্কোরিং ম্যাচ উপভোগ করতে পারবে।

তবে আশার দিকও তুলে ধরেছেন তিনি। আকরাম বলেন,‘৪-৫ বছর আগের তুলনায় উইকেট অনেক উন্নতি করেছে। কিন্তু সমস্যা হলো, ঢাকায় খুব বেশি ম্যাচ হয়।’

বিসিবি ভবিষ্যতে মিরপুরের বিকল্প খুঁজতে আগ্রহী। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে যেখানে বড় রান ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের চাহিদা বেশি, সেখানে গুরুত্ব পাচ্ছে ঢাকার বাইরের পিচ ব্যবহারের বিষয়টি।