১৯ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন পেসার মাফাকা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এএম

ডারউইনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববার (১০ আগস্ট) হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রটিয়া তরুণ পেসার কোয়েনা মাফাকা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। স্বদেশী ওয়েন পার্নেলের রেকর্ড ভেঙে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এই দিন মাফাকা ৪ ওভার বল করে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। যা আইসিসির পূর্ণ সদস্য দেশের হয়ে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেওয়ার রেকর্ড। এর আগে, এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ওয়াইন পার্নেলের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ১৯ বছর ৩১৮ দিন বয়সে।

মাফাকার রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম। যিনি ২০২১ সালে ২০ বছর ১১০ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

মাফাকার শিকার হয়েছেন টিম ডেভিড, মিচেল ওয়েন, বেন দারশুইস এবং অ্যাডাম জাম্পা। তিনিই বিশ্বের প্রথম ‘টিনএজ’ বোলার, যিনি অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেছেন।

AHA