ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করতে ভারত দলের দুই পরির্বতন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

এশিয়া কাপের ফাইনালে আজ রাতে ভারত মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। এবারের আসরে আরও দুই বার দুই দল মুখোমুখি হয়েছে। দুই বারই ভারত জিতেছে; প্রথম বার ৭, পরের বার ৬ উইকেটে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এই ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করা যাবে, হেরে বসলে অবশ্য আগের দুই জয়েরও মূল্য থাকবে না। এই ম্যাচে ভারত একাদশে দুই বদল আসতে পারে। 

ফাইনালের আগে অবশ্য বড় একটা ধাক্কা খেতে বসেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হার্দিক পান্ডিয়া আর অভিষেক শর্মা ক্র্যাম্প পেয়ে বসেছিলেন। যার ফলে ভারতের ফিল্ডিংয়ের সময় একটা বড় অংশ দুজনকেই দেখা গেছে ডাগ আউটে বসে থাকতে।

এরপর শুরু হয়েছিল শঙ্কা। ফাইনালে তারা খেলবেন তো? এমন প্রশ্ন উঠছিল ভারতীয় সংবাদ মাধ্যমে। তবে ভারত জানিয়েছে দুজনের ফাইনাল খেলতে কোনো সমস্যা নেই। 

এরপরও অবশ্য ভারত একাদশে পরিবর্তন আসতে চলেছে বিশাল। শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলোয়াড়দের বিশ্রাম খুব একটা দেওয়া হয়নি। তবু যে দুজন বিশ্রাম পেয়েছিলেন, তাদের দুজন হলেন জাসপ্রিত বুমরাহ আর শিভম দুবে। তাদের দুজনকেই আজ ফেরানো হবে একাদশে। যার ফলে আগের ম্যাচে খেলা আরশদীপ সিং আর হারশিত রানার জায়গা হবে আবার বেঞ্চে। এছাড়া আর কোনো পরিবর্তন আসছে না ভারত একাদশে।

ভারতের সম্ভাব্য একাদশ–

অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ।

AHA
আরও পড়ুন