ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিরপুরে ইতিহাস লিখতে যাচ্ছেন মুশফিকুর রহিম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় সময় গুনছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নামার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটের দুই দশকের যাত্রার সঙ্গে তাল মিলিয়ে নিজের ক্যারিয়ারেও যোগ করতে যাচ্ছেন এক ঐতিহাসিক অধ্যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার রাতে ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি। আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশরা। সফরে থাকবে দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। সূচি অনুযায়ী, ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। সেটিই হবে মুশফিকের ৯৯তম ম্যাচ। এরপর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট-যেটি হতে পারে মুশফিকুর রহিমের শততম টেস্ট।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে মুশফিকের। সেই কিশোর বয়স থেকেই ধৈর্য, অধ্যবসায় ও নিষ্ঠায় তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক স্থায়ী নাম। এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতকের সাহায্যে করেছেন ৬ হাজার ৩২৮ রান। তার গড় ৩৮ দশমিক ১০। বয়স পেরিয়েছে ৩৮ হলেও টেস্ট ক্রিকেটে এখনও তিনি দলের অন্যতম স্তম্ভ। ওয়ানডে ও টি–টোয়েন্টি থেকে সরে গেলেও লাল বলের ক্রিকেটেই খুঁজে পান নিজের আসল আনন্দ।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের এই সিরিজটি দুই দলের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। কারণ, এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে তারা। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

দুই টেস্ট শেষে সিরিজের বাকি অংশ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ, সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

আরও পড়ুন