১৯৭৫ সালের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন আর নেই। শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জুলিয়েন ছিলেন ১৯৭৫ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বোলিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং এবং অসাধারণ ফিল্ডিংয়ে তিনি দলের জয়ে বড় অবদান রাখেন।

১৯৭৫ সালের বিশ্বকাপে তার বোলিং ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪/২০ এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪/২৭ উইকেট শিকার ছিল তার মূল অবদান। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার দ্রুত ২৬ রান দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ ও ১২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তিনি ৮৬৬ রান ও ৫০ উইকেট এবং ওয়ানডেতে ৮৬ রান ও ১৮ উইকেট নিয়েছেন।

বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বলেছেন, ‘তিনি সবসময় শতভাগ দিয়ে খেলতেন, ব্যাটে-বলেই দলের জন্য নির্ভরযোগ্য ছিলেন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ছিল এবং সবাই তাকে ভালোবাসতো।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালো তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘বার্নার্ড জুলিয়েনের জীবন ও ক্রীড়া যাত্রা আমাদের জন্য অনুপ্রেরণা ছিল। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তার অবদান ক্রিকেট বিশ্বে চিরকাল স্মরণীয় থাকবে।’
লম্বা মেয়াদে বিসিবির হাল ধরতে প্রস্তুত বুলবুল