ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্যাট-বলে ঝড় তুলে র‍্যাঙ্কিংয়ে বড় চমক রিশাদের

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

বাংলাদেশ ক্রিকেটে এক নতুন তারকার উত্থান যেন চোখে পড়ছে-রিশাদ হোসেন নামটি এখন আলোচিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এই তরুণ লেগস্পিনার একাই বদলে দিয়েছেন ম্যাচের চেহারা। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস, বল হাতে বিধ্বংসী বোলিং-সব মিলিয়ে এক নিখুঁত অলরাউন্ড পারফরম্যান্সের প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী, রিশাদ হোসেন অলরাউন্ডার তালিকায় ৮৭ ধাপ লাফিয়ে ১২৪ থেকে উঠে এসেছেন ৩৭ নম্বরে। তার রেটিং পয়েন্ট এখন ১৫১, যা ক্যারিয়ারের সর্বোচ্চ। বোলারদের তালিকাতেও নীলফামারির এই তরুণের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে-৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৬৮তম স্থানে, রেটিং পয়েন্ট ৪৩০।

রিশাদের এই উত্থানের গল্প শুরু হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে থেকেই। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে তিনি ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। পরে বল হাতে নেমে মাত্র ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। দলের ৭৪ রানের জয়ে তিনি ছিলেন ম্যাচসেরা।

দ্বিতীয় ওয়ানডেতে যদিও বাংলাদেশ ১ রানে হেরে যায়, তবুও রিশাদ আবারও নজর কেড়েছেন। ১৪ বলে ৩৯ রানের আগ্রাসী ইনিংসের পর ১০ ওভারে মাত্র ৪২ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। পরপর দুটি ম্যাচে এমন অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটে এক নতুন আশার আলো ছড়িয়েছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অলরাউন্ডার তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি চতুর্থ স্থানে এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৮ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ২৭৩। তবে তাসকিন আহমেদ চার ধাপ পিছিয়ে এখন আছেন ৩৮তম স্থানে।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সবচেয়ে এগিয়ে তাওহীদ হৃদয়, যিনি সাত ধাপ উন্নতি করে এখন ৩৫তম। সৌম্য সরকারও ফিরে পেয়েছেন ব্যাট হাতে ছন্দ, পাঁচ ধাপ এগিয়ে তিনি ৮৬তম স্থানে। অন্যদিকে, জাকের আলি তিন ধাপ পিছিয়ে ৭৮তম এবং ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাস সাত ধাপ নেমে গেছেন ৯১তম স্থানে।

চলমান সিরিজে দুই দলই ১-১ সমতায় আছে। মিরপুরের ধীরগতির উইকেটে স্পিনাররাই দাপট দেখাচ্ছেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে র‍্যাঙ্কিংয়েও। নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং তানভীর ইসলাম দুই ধাপ উন্নতি করে ৯৬তম স্থানে আছেন। তবে স্পিনবান্ধব পিচে কম সুযোগ পাওয়ায় পেসারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। তাসকিন, শরিফুল ও তানজিম সাকিব যথাক্রমে ৩৮, ৬১ এবং ৭৩ নম্বরে নেমে গেছেন।

অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য খেলোয়াড়দের মধ্যেও পরিবর্তন এসেছে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের শুভমান গিল, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও ভারতের রোহিত শর্মা যথাক্রমে শীর্ষ তিনে রয়েছেন। বোলারদের তালিকায় রাজত্ব করছেন রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী চার ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার সুবাদে তিনি অর্জন করেছেন ৮৮২ রেটিং পয়েন্ট। 

আরও পড়ুন