মুশফিকুর রহিমের শততম মাইলফলক টেস্টে আশানুরূপ শুরু পায়নি বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত শুরুতে সঠিক মনে হলেও সেশন গড়াতেই দৃশ্যপট পাল্টে দেন আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। প্রথম সেশনের শেষ পর্যন্ত বাংলাদেশ তুলেছে ৩ উইকেটে ১০০ রান; অপরাজিত মুমিনুল হক ১৭ এবং মুশফিকুর রহিম ৩ রানে ব্যাট করছেন।
দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ইনিংসের শুরুটা করেছিলেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে। আগের সিলেট টেস্টে ১৬৮ রানের রেকর্ড জুটি গড়া এই জুটি আজও শুরুতে দারুণই ছিলেন। আক্রমণ–রক্ষণ মিলিয়ে এগোতে থাকা ওপেনিং জুটি দলকে এনে দিয়েছিল ৫২ রানের ভিত্তি। কিন্তু ভালো শুরু বড় ইনিংসে রূপ দিতে পারেননি কেউই।
সাদমান প্রথমে সংগ্রাম কাটিয়ে ছন্দে ফিরছিলেন, ৪৪ বলে ৬টি চারের ইনিংসও ইঙ্গিত দিচ্ছিল বড় কিছু হওয়ার। কিন্তু ম্যাকব্রাইনের অফ স্পিনে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে; আম্পায়ার আউট না দিলেও আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির নেওয়া রিভিউতেই নিশ্চিত হয় সিদ্ধান্ত। ব্যক্তিগত ৩৫ রানের বেশি যেতে পারেননি তিনি।
এরপর জয়ও ভুল সিদ্ধান্তে হারালেন নিজেকে। দীর্ঘ সময় বাউন্ডারি না আসায় চাপ বাড়ছিল তার ওপর। সেই চাপ কাটাতে লম্বা শট খেলতে গিয়ে তুলে দেন ক্যাচ, ম্যাকব্রাইনের বলে মিড-অফে ধরা পড়েন বদলি ফিল্ডার ব্যারি ম্যাকার্থির হাতে। ৮৬ বলে ৩৪ রানের ইনিংসটি শেষ হয় হতাশায়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি তিনিও। ম্যাকব্রাইনের অফ-স্টাম্পের বাইরে থেকে ভেতরের দিকে ঢোকা চমৎকার একটি ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন তিনি। এর আগেই একই ওভারে লং–অন দিয়ে ছক্কা মেরে স্কোরবোর্ড নড়াচড়া করালেও পরের বলেই বিচলিত হয়ে বোল্ড হয়ে ফেরেন মাত্র ৮ রানে।
২৭.৪ ওভারে স্কোর যখন ৩ উইকেটে ৯৫, তখন ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম, শততম টেস্টের বিশেষ মুহূর্তে। প্রথম সেশনে তিনি সতর্ক থেকেই ৩ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে মুমিনুল হক; ১৭ রানে তিনি লাঞ্চ বিরতিতে পৌঁছান।
