ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিলামের আগে ১৮ ক্রিকেটারের গন্তব্য ঠিক, প্রস্তুত বিপিএলের ছয় দল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি ইতোমধ্যে তুঙ্গে। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি দলের জন্য নির্ধারিত সরাসরি সাইনিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ছয় দলই গুছিয়ে নিয়েছে নিজেদের প্রথম ধাপের স্কোয়াড। দুইজন করে স্থানীয় ও দুইজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার নিয়মে মোট ১৮ জন খেলোয়াড়ের ভবিষ্যৎ ঠিক হয়েছে নিলামের আগেই। যদিও রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স এখনো বিদেশিদের তালিকা প্রকাশ না করায় কিছুটা রহস্য রয়ে গেছে।

রংপুর রাইডার্স তাদের ভরসা রেখেছে জাতীয় দলের দুই পরিচিত মুখ-নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানের ওপর। দলের ব্যাটিং–বোলিংয়ের গুরুত্বপূর্ণ জায়গা দুটিই শক্তিশালী করতে এই দুজনকে রেখেই শুরু করছে তারা। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস নির্মাণ করছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া স্কোয়াড। 

পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার সাইফ হাসানকে স্থানীয় কোটায় নিয়েছে তারা। বিদেশিদের মধ্যে চুক্তিবদ্ধ করেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। যদিও হেলসকে পুরো মৌসুম পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবুও উসমান খানকে পুরো টুর্নামেন্টে পাওয়ার আশা প্রকাশ করেছে দলটি।

নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে নজর দিয়েছে স্পিন শক্তিতে। জাতীয় দলের দুই অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়ে তারা তৈরি করছে শক্তিশালী স্পিন আক্রমণ। বিদেশিদের তালিকায় রয়েছে পাকিস্তানি ব্যাটার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমির, যারা দুজনই পুরো মৌসুম খেলতে পারেন-এমন সম্ভাবনাই বেশি।

রাজশাহী ওয়ারিয়র্স স্থানীয় কোটায় নিয়েছে দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমকে। তবে এখনও কোনো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেনি দলটি। একই অবস্থা রংপুর রাইডার্সেরও, যারা এখনও বিদেশি সাইনিংয়ের ঘোষণা দেয়নি।

প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেসও নিজেদের পরিকল্পনা পরিষ্কার করেছে সরাসরি সাইনিংয়ে। অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে নেওয়ার মাধ্যমে তারা শক্তিশালী স্থানীয় কোর তৈরি করেছে। বিদেশিদের মধ্যে দলে ভিড়িয়েছে ধারাবাহিক শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস এবং ক্যারিবিয়ান পাওয়ার হিটার জনসন চার্লসকে।

অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস দলে যুক্ত করেছে শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলামকে, বিদেশি কোটায় নিয়েছে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে।

আরও পড়ুন