ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোপা দেল রে

শেষ ষোলোতে বার্সেলোনা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

লা লিগায় খুব একটা সুবিধা করতে পারছে না বার্সেলোনা। কোপা দেল রেতেও একই অবস্থায় পড়ার শঙ্কা জেগেছিল দলটির। শেষ পর্যন্ত শঙ্কা মুক্ত হয়েছে। সমর্থকদের হৃদকম্পন স্তব্ধ করে শেষ ষোলোতে পৌঁছেছে তারা। সহজ জয়ের পথে থাকা ম্যাচ কঠিন করে বার্বাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

প্রথম বিভাগের দল বার্সেলোনা। অন্যদিকে বার্বাস্ত্রো চতুর্থ বিভাগের। কিন্তু ম্যাচে সে পার্থক্যটা উড়িয়ে দিয়েছিল বার্বাস্ত্রো। নিজেদের মাঠের খেলায় ম্যাচে বার্সেলোনাকে ঘোল খাইয়ে ছেড়েছে। বার্সেলোনা সমর্থকদের হৃদকম্পন স্তদ্ধ করে দিয়েছিল তারা। বার্সেলোনার হয়ে ফার্মিন লোপেজ, রাহিনফা ও রবার্ট লেফানদোভস্কি গোল করেছেন।

কঠিন করে পাওয়া জয়ের ম্যাচে লোপেজ গোলের সূচনা করেছিল। রাফিনহার ক্রস থেকে গোলটি করেন তিনি। প্রথম গোলের রূপকার রাফিনহা এবার নিজেই গোল করেন। বার্সেলোনার হয়ে অভিষেক হওয়া হেক্টর ফোর্ট ছিলেন এ গোলের রূপকার। বিরতির পরপরই এ গোলের মাঝ দিয়ে বার্সেলোনা সহজ জয়ের স্বপ্ন দেখছিল। তাছাড়া ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনার। এরই মাঝে নিজ দলের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন আদ্রিয়া ডি মেসা। ম্যাচের বয়স তখন ৬০ মিনিট। এ সময়ে বার্সেলোনাকে চমকে দেওয়া গোলটি করেন মেসা। খেলায় ফেরে প্রতিদ্বন্দ্বিতা।

বার্বাস্ত্রো শুধু ব্যবধান কমায়নি, তারা সমতা আনারও সুযোগ পেয়েছিল। কিন্তু সে সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। বরং নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে বদলি খেলোয়াড় লেফানদোভস্কি পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। আর শেষ বাঁশি বাজার আগে বার্বাস্ত্রো পেনাল্টি থেকে ব্যবধান কমান।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ, ম্যাচে আমাদের বেশ ভুগতে হয়েছে। প্রথমার্ধ আমরা ভালো খেলেছি। মনে হয়েছিল ম্যাচ সেখানে শেষ হয়েছে। কিন্তু এই ধরণের ম্যাচ সবসময় জটিল। আসলে আমাদের কাজটা আমরাই জটিল করে তুলেছিলাম। ম্যাচে আমরা মনোযোগ হারিয়েছিলাম। তারপরও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তবে আমাদের ভুলের কারণে তারা গোল পেয়ে যায়।'

জাভি আরও বলেন, খেলার ফল যখন ২-১ হয় তখন কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল। আমাদের ভুলের কারণেই এমনটা হয়েছিল।'

SN
আরও পড়ুন