এবার সাসুউলোকে উড়িয়ে দিল জুভেন্টাস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:১০ এএম

জুভেন্টাস এ মৌসুমে একটা মাত্র ম্যাচে হেরেছে। সে ম্যাচে প্রতিপক্ষ ছিল এই সাসুউলো। অ্যাওয়ে ম্যাচে ২-৪ গোলে হেরেছিল জুভেন্টাস। ফলে জুভেন্টাসের সমর্থকদের মনে শঙ্কা যে ছিল না তা নয়। তবে খুব বেশিক্ষণ সে শঙ্কা থাকতে দেননি ডুসান ভ্লাহোভিচ। তার জোড়া গোলে সিরি 'আ'তে সাসুউলোকে এবার উড়িয়ে দিয়েছে। সহজ জয় পেয়েছে জুভেন্টাস। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ম্যাচে মাসিমিলিয়ানোর দল ৩-০ গোলে হারিয়েছে সাসুউলোকে। এ জয়ের ফলে জুভেন্টাস শিরোপা দৌড়ে ভালোভাবে টিকে রয়েছে। ইন্টার মিলানের ঘাড়ে নিঃশ্বাস ফেলে তারা সমানতালে শিরোপার দিকে এগিয়ে চলেছে।

২০ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৪৯। সমান ম্যাচ থেকে ইন্টার মিলানের পয়েন্ট ৫১। অনেক দূরে থেকে এসি মিলান তাদের অনুসরণ করে চলেছে। মিলানের পয়েন্ট ৪২।

এ ম্যাচের জয় নিয়ে জুভেন্টাস লিগে তাদের অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা ১৫ তে উন্নীত করেছে। জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সফরকারী সাসুউলোর আধিপত্য ছিল স্পষ্ট। বিশেষ করে বল নিয়ন্ত্রণে তাদের আধিপত্য ছিল। এরই মাঝে ভ্লাহোভিচ তাদের থমকে দেন। ১৫ মিনিটের সময় বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট সাসুউলো গোলরক্ষক রুখতে পারেননি। সার্বিয়ান এ স্ট্রাইকার বিরতির আগে দূর পাল্লার ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন। লিগে এটা তার নবম গোল।

জুভেন্টাস তাদের শেষ গোলটি পায় ৮৯ মিনিটে। ফেডেরিকো চিয়েসা করেন গোলটি।

SN
আরও পড়ুন