প্রথম ম্যাচের মতো কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে কানাডা সেমিফাইনালে উঠেছে। আগামী ৯ জুলাই প্রথম সেমিফাইনালে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে উভয় দল তিনটি করে গোল করে। ষষ্ঠ শটে ভেনেজুয়েলা গোল করতে ব্যর্থ হলেও কানাডার ইসমাইল কোনে ঠিকই লক্ষ্যভেদ করেন।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও কানাডা একই গ্রুপে ছিল। এই দুই দলের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের কোপা আমেরিকা। সে ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পেয়েছিল।
টানটান উত্তেজনায় শুরু হওয়া ম্যাচে অষ্টম মিনিটে কাইলি লারিন কানাডাকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়ে নষ্ট করলেও জ্যাকব শাফেলবার্গ ঠিকই সুযোগ কাজে লাগান। তার গোলে ম্যাচের ত্রয়োদশ মিনিটে কানাডা ব্যবধান গড়ে নেয়। টুর্নামেন্টে শাফেলবার্গের এটা ছিল দ্বিতীয় গোল।
দুই মিনিট পরই ভেনেজুয়েলা সমতা আনার সুযোগ পেয়েছিল। কিন্তু সালোমন রন্ডনের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পাঁচ মিনিট পর আবার সুযোগ পেয়েছিলেন রন্ডন। এবার তার চেষ্টা রুখে দেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউ।
উভয় দল গোলের একাধিক সুযোগ নষ্টের মাঝ দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। ১-০ গোলে এগিয়ে থাকে কানাডা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া ভেনেজুয়েলা একের পর এক আক্রমণ রচনা করে। ৬৪ মিনিটে গোলও আদায় করে নেয় তারা। একাধিক সুযোগ নষ্ট করা রন্ডনের গোলে ভেনেজুয়েলা খেলায় সমতা ফেরায়। বাকি সময়ে আর কোনো দল গোল পায়নি।
