জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা ভালো হলো না লুইস সুয়ারেজের। বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের মাঠের খেলায় তার দল প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে একটা হলুদ কার্ডও দেখেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল স্বাগতিক উরুগুয়ের। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ম্যাচে প্রায় ৬৬ ভাগ সময় খেলা তারা নিয়ন্ত্রণ করেছে। কর্ণার আদায় করেছে আটটি। বিপরীতে প্যারাগুয়ে কোনো কর্ণারই পায়নি। তবে গোলে শট নেওয়ার ক্ষেত্রে প্যারাগুয়ে এগিয়ে ছিল। উরুগুয়ে মাত্র একবারই প্যারাগুয়ের পোস্টে শট নিতে পেরেছে। সেখানে প্যারাগুয়ে শট নিয়েছে দ্বিগুণ।
পয়েন্ট ভাগাভাগি করলেও উরুগুয়ে এখনো পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে। সাত খেলা থেকে চার জয় ও দুই ড্র থেকে ১৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে। আগামী ১০ সেপ্টেম্বর উরুগুয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচটি খেলার জন্য ভেনেজুয়েলা সফরে যাবে উরুগুয়ে। একই দিন আর্জেন্টিনা খেলবে কলাম্বিয়ার বিপক্ষে।
দশ দল নিয়ে আয়োজিত দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে প্রতি দল ১৮টি করে ম্যাচ খেলবে। চূড়ান্ত পয়েন্ট টেবিল অনুসারে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম স্থানের দলটি প্লে অফ ম্যাচ খেলবে। বর্তমানে প্যারাগুয়ে রয়েছে সপ্তম স্থানে।
