সম্ভাবনাটা আগেই তৈরি করে রেখেছিলেন লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত তার হাতেই শোভা পেয়েছে এবারের কোপা আমেরিকার গোল্ডেন বুট। পাঁচ গোল করে তিনি জয় করেছেন গোল্ডেন বুট।
বেশির ভাগ ম্যাচেই লাউতারো মার্টিনেজ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। আজ ফাইনাল ম্যাচেও তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। ৯৭ মিনিটে হুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে এসে ১১২ মিনিটে তিনি আর্জেন্টাইনদের আনন্দে ভাসিয়ে দেন। লো সেলসোর চমৎকার পাস থেকে জোরালো শটে তিনি কলম্বিয়ার গোলরক্ষককে পরাভূত করেন। তার এ গোলেই এবারের কোপার শিরোপা নির্ধারণ হয়।
প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে এক গোল করেছিলেন লাউতারো। দ্বিতীয় ম্যাচে তার একমাত্র গোলে চিলিকে হারায় আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে গোল করতে পারেননি লাউতারো। গোল পাননি সেমিফাইনাল ম্যাচে। তবে ফাইনালে ঠিকই আবার লক্ষ্যভেদ করেছেন তিনি। জয় করেছেন গোল্ডেন বুট।
