আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন সুয়ারেজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

বিশ্ব ফুটবল অঙ্গন থেকে আরও এক নক্ষত্রের বিদায় হতে চলেছে। আগামী শুক্রবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুয়ারেজ।

শুক্রবার বিশ্বকাপ বাছাই ফুটবলে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এ ম্যাচের মাঝ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন সুয়ারেজ। এর মাধ্যমে জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের ইতি হবে সুয়ারেজের। এ সময়ে ১৪২ ম্যাচ খেলে সুয়ারেজ ৬৯ গোল করেছেন।

বিদায়ের সংবাদ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন সুয়ারেজ। তিনি বলেন, আমার বয়স এখন ৩৭ বছর। পরবর্তী বিশ্বকাপে অংশ নেওয়া আমার জন্য কঠিন হবে। আমার জন্য স্বস্তির বিষয় যে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে আমাকে অবসরে যেতে হচ্ছে না। ইনজুরি বা পারফরম্যান্সের কারণে আমি দলের বাইরে থাকছি না। খেলার মাঠ থেকে অবসরে যেতে পারছি।'

সুয়ারেজ আরও বলেন, আমার জন্য অবসরের সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। তবে স্বস্তির বিষয় হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত আমি সর্বশেষ দিয়ে লড়েছি।'

সুয়ারেজ ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো  মূল জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে তার দল কলাম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল। সেই ম্যাচ থেকে সুয়ারেজ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান।

বার্সেলোনার সাবেক খেলোয়াড় সুয়ারেজ বর্তমান মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ক্লাবটির হয়ে আলো ছড়িয়ে চলেছেন তিনি। সর্বশেষ ম্যাচে করেছেন জোড়া গোল।

AHA/FI