নেশনস লিগে শুভ সূচনা করেছে নেদারল্যান্ডস। শনিবার (৭ সেপ্টেম্বর) নিজেদের মাঠে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ব্যবধানটা বেশ বড় হলেও মাঠে বেশির ভাগ সময়টা তাদের জন্য ছিল বেশ অস্বস্তিকর। কেননা ৭৩ মিনিট পর্যন্ত তাদের পক্ষে ব্যবধান ছিল ৩-২। ৮৮ থেকে ৯২ মিনিট পর্যন্ত চার মিনিটে জোড়া গোল তাদের জয়ের ব্যবধানটা একদিকে যেমন বড় করে তেমনি স্বস্তি এনে দেয়।
ম্যাচে কোচের আস্থার জবাবটা ভালোভাবে দিয়েছেন জোসুয়া জির্কজি। প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। খুব বেশি সময় কোচকে দুশ্চিন্তায় রাখেননি তিনি। ম্যাচের ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জির্কজি। তবে বেশিক্ষণ এই গোল ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৭ মিনিটে এরমেদিন ডেমিরোভিচ সমতা ফিরিয়ে আনেন।
বিরতির বাঁশি বাজার আগে টিজানি রেইনডার্স গোল করে নেদারল্যান্ডসকে ২-১ গোলে এগিয়ে নেন। বিরতির পরপরই আবার গোল পায় স্বাগতিকরা। কোডি গাকপো করেন গোলটি। ৭৩ মিনিটে এডিন জেকো গোল করে বসনিয়াকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে তার এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। কেননা ৮৮ মিনিটে নেদারল্যান্ডস আবার গোল পায়। শুধু তাই নয় ৯২ মিনিটেও তারা সমর্থকদের গোল উৎসব করার সুযোগ করে দেয়। জাভি সিমোন্স করেন শেষ গোলটি। দলের হয়ে চতুর্থ গোল করেন ওয়েঘোর্ষ্ট।
বসনিয়ার হয়ে এডেন জেকোর গোলটি ছিল জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচে ৬৬তম গোল। ৩৮ বছর বয়সী জেকোর গোলের পরই বসনিয়ে স্বাগতিক দলের ওপর বড় ধরনের চাপ তৈরি করার সুযোগ পায়। কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডস এ চাপ ভালোভাবেই সামাল দেয়।
নেদারল্যান্ডস পরবর্তী ম্যাচে জার্মানির মুখোমুখি হবে।
