ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেজর সকার লিগ

দীর্ঘ বিরতির পর আজ মাঠে নামবেন মেসি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম

দীর্ঘ বিরতির পর মেজর সকার লিগে শনিবার (১৪ সেপ্টেম্বর) আবার মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা এ তথ্য জানিয়েছেন।

মেজর সকার লিগে আজ ইন্টার মায়ামি ফ্লোরিডায় ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে। আজকের ম্যাচে মেসির খেলা সম্পর্কে টাটা মার্টিনো বলেন, মেসির শারীরিক অবস্থা ভালো। গতকাল সে অনুশীলনে ফিরেছে। সে শনিবারের ম্যাচের জন্য অপেক্ষা করছে। অনুশীলন শেষে আমরা তাকে খেলার কৌশল চূড়ান্ত করবো। যাহোক আমরা আবার সময়ের সেরা খেলোয়াড়কে আমাদের দলে পেতে যাচ্ছি। তাকে আবার দলে পেয়ে আমরা আনন্দিত।

কোপা আমেরিকা ও ইনজুরির কারণে লম্বা সময় ইন্টার মায়ামি থেকে দূরে রয়েছেন মেসি। গত জুলাইতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে আহত হয়ে মাঠের বাইরে রয়েছেন তিনি। ইনজুরি মুক্ত হয়ে বুধবার অনুশীলনে ফেরেন তিনি। তারপরও তার খেলা নিয়ে একটা শঙ্কা ছিল সমর্থকদের মাঝে। কেননা ইনজুরি মুক্ত হলেও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন মেসি।

এ সম্পর্কে টাটা মার্টিনো বলেন, মেসির ঠান্ডাজনিত সমস্যা এখন আর নেই। একদিনেই ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পেয়েছে সে। বৃহস্পতিবার মাঠে ফিরেছে, শুক্রবার সকালের সেশনেও মেসি অনুশীলন করেছে। তার অসুস্থতা নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। গোড়ালির ইনজুরির পরপরই ঠান্ডা সমস্যা আমাদের দুশ্চিন্তায় ঠেলে দিয়েছিল।

ইন্টার মায়ামি বর্তমানে মেজর সকার লিগে ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে নেতৃত্ব দিচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাত্তি থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা। তাছাড়া মেজর সকার লিগের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার পথেও রয়েছে দলটি।

AHA/WA
আরও পড়ুন